বাংলাদেশের নির্বাচনে জামায়াত জয়ী হলে ভারতকে সতর্ক থাকতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা
ভারতের সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা সতর্ক করে বলেছেন, আসন্ন বাংলাদেশ নির্বাচনে যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তবে ভারতকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল ইন্ডিয়া সেন্টারে আয়োজিত ‘আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত?’ শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
শ্রিংলা বলেন, ভারত যেই দল সরকার গঠন করুক না কেন, তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে জামায়াত ক্ষমতায় এলে ভারতের স্বার্থের জন্য তা চ্যালেঞ্জ হতে পারে।
তিনি বলেন, ‘এটা ঠিক যে আমরা যে কেউ ক্ষমতায় আসুক, তার সঙ্গে কাজ করব; কিন্তু যদি সেই দল আমাদের স্বার্থবিরোধী কাজ করে, তবে উদ্বেগের কারণ অবশ্যই থাকবে।’
তিনি ভারত-বাংলাদেশ সীমান্তের সংবেদনশীলতার কথাও উল্লেখ করেন। শ্রিংলা বলেন, ভারত সাধারণত প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, তবে সীমান্ত ভাগাভাগি করা দেশগুলোর সঙ্গে সম্পর্ক জটিল হয়ে থাকে।
তিনি অভিযোগ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী হিসেবে কাজ করেছে জামায়াতে ইসলামী এবং তারা নৃশংসতা চালিয়েছে, যার মধ্যে হিন্দুদের ওপর গণহত্যাও অন্তর্ভুক্ত।
শ্রিংলা জামায়াতকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত করেন। তিনি বলেন, এই দল আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠনটির অংশ, যারা বিভিন্ন দেশে কঠোর আদর্শিক অবস্থান বজায় রাখে।
প্রমাণ উপস্থাপন না করেই তিনি দাবি করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশ-ভারত সীমান্তে কার্যক্রম বাড়িয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে