বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি
আগামীতে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে ভারত। যে দলের সরকারই নির্বাচিত হোক না কেন সেই সরকারের সঙ্গেই সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে প্রস্তুত ভারত।
সোমবার (৬ অক্টোবর) দিল্লীর সাউথ ব্লকের সম্মেলন কক্ষে ডিপ্লোম্যাটিক করসপসডেন্টস অ্যাসোসিয়েসন অব বাংলাদেশ (ডিক্যাব) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
তিনি বলেন, ‘ভারত চায় যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই নির্বাচনের মাধ্যমে যে সরকারই গঠিত হবে সেই সরকারের সঙ্গেই কাজ করবে ভারত। এ মুহুর্তে সবচেয়ে জরুরি হচ্ছে নির্বাচন। এরই মধ্যে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। ভারত আশা করছে সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘ভারত সব সময়ই প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে অগ্রাধিকার দেয়। ড. মুহম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই প্রথম তাকে শুভেচ্ছা জানিয়েছেন। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক অব্যাহত রয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছু ক্ষেত্রে ভিসা সীমিত করা হলেও এখন পর্যন্ত ঢাকা থেকেই সবচেয়ে বেশি ভিসা ইস্যু করা হচ্ছে। ভারত সব সময়ই দুই দেশের জনগনের মধ্যে সম্পর্কন্নোয়নকে গুরুত্ব দেয়।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিতে গুরুত্ব দেয়, এ অঞ্চলে যেন উগ্রবাদের জন্ম না হয় সেটাই চায়। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারত প্রতিবেশীদের সঙ্গে যৌথ সহযোগিতাকে প্রাধান্য দেয়। এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গেও সহযোগিতার সম্পর্ক রয়েছে।’
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো সম্পর্কে বাংলাদেশ কর্তৃপক্ষের আহ্বানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিক্রম মিশ্রি বলেন, ‘এটা একটি আইনি প্রক্রিয়ার বিষয়।’ এ মুহুর্তে এর চেয়ে বেশি মন্তব্য করতে রাজী হননি তিনি।
গঙ্গার পানি চুক্তি এবং তিস্তা প্রকল্প বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ দু'টি বিষয়ে দুই দেশের মধ্যে যৌথ কর্মপ্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, যৌথ সচিব (বাংলাদেশ ও মিয়ানমার) বি. শ্যাম, ডিক্যাব সভাপতি একেএম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন।
২৩ সদস্যের ডিক্যাব প্রতিনিধি দল বর্তমানে ভারতের সরকারের আমন্ত্রণে দেশটি সফর করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে