উসকানি দিলে ভারত 'পাকিস্তানের গভীরে' আঘাত করতে প্রস্তুত: জয়শঙ্কর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি ভারতকে সন্ত্রাসবাদে উসকানি দেয়া হয়, তাহলে পাকিস্তানের ভেতরে ঢুকে সন্ত্রাসীদের ওপর হামলা চালাতে পিছপা হবে না ভারত। তার ভাষায়, ‘ভারত আর সন্ত্রাসবাদের সঙ্গে বসবাস করবে না।’
সম্প্রতি ব্রাসেলসে এক সাক্ষাৎকারে জয়শঙ্কর পাকিস্তানকে সরাসরি অভিযুক্ত করে বলেন, ‘তারা হাজার হাজার সন্ত্রাসীকে প্রশিক্ষণ দিয়েছে এবং এখনো তাদের ভারতকে আক্রমণের জন্য প্রস্তুত করে রেখেছে।’
চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক ও চীনের পক্ষ থেকে সন্ত্রাসবাদের প্রশ্নে দ্বৈত মানদণ্ড গ্রহণের প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘সন্ত্রাসবাদের মতো বিষয়ে ধোঁয়াশা বা দ্বিমুখী অবস্থান নেয়া যায় না। শেষ পর্যন্ত এটা আমাদের সবার জন্যই একটি বড় সমস্যা।’
সাক্ষাৎকারে ভারতের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করে তিনি বলেন, ‘সন্ত্রাসীদের প্রতি ভারতের বার্তা একটাই—এর প্রতিশোধ নেয়া হবে। সেই প্রতিশোধ কেবল সন্ত্রাসী সংগঠনের ওপর নয়, তাদের নেতৃত্বের ওপরও পড়বে।’
জয়শঙ্কর আরও বলেন, ‘তারা কোথায় আছে সেটা আমাদের মাথাব্যথা নয়। যদি তারা পাকিস্তানের গভীরে (অভ্যন্তরে) থাকে, তাহলে আমরাও সেখানে ঢুকে যাব।’
তিনি ‘অপারেশন সিঁদুর’–র সময়কার একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘যুদ্ধ থেমেছিল ১০ তারিখে, আর তার মূল কারণ হলো, ওই দিন সকালে আমরা পাকিস্তানের আটটি প্রধান বিমানঘাঁটিতে হামলা চালিয়ে সেগুলো অকার্যকর করে দিই।’
জয়শঙ্করের দাবি, ‘রাফালসহ ভারতের আধুনিক অস্ত্রব্যবস্থা পাকিস্তানের বিমানবাহিনীর চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক প্রমাণিত হয়েছে।’ তিনি বলেন, ‘গুগলে আপনি সেই স্যাটেলাইট ছবি দেখতে পাবেন যেখানে পরিষ্কার দেখা যায়—পাকিস্তানের রানওয়ে ও হ্যাঙ্গারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।’
কাশ্মীর ইস্যু প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এটা একদমই সন্ত্রাসবাদের সমস্যা। পাকিস্তান সন্ত্রাসীদের আশ্রয় ও সহায়তা দিয়ে এটাকে ভারত-পাকিস্তান ইস্যু বানাতে চায়। বাস্তবে আমাদের লড়াই নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয়, বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে