Views Bangladesh Logo

শুল্ক আরোপের পর ভারত যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা স্থগিত করেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যে উচ্চ হারে শুল্ক আরোপ করার পর প্রথমবারের মতো অসন্তোষের স্পষ্ট প্রকাশ হিসেবে ভারত নতুন মার্কিন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দুই কর্মকর্তার বরাতে জানা গেছে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ওয়াশিংটন সফরেএকাধিক প্রতিরক্ষা চুক্তি ঘোষণার কথা ছিল। যা বাতিল করা হয়েছে। এই স্থগিতাদেশ এসেছে ৬ আগস্ট যুক্তরাষ্ট্র সরকারের অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের সিদ্ধান্তের পর।

ট্রাম্প প্রশাসন দাবি করেছে, ভারতের রাশিয়ান তেল ক্রয় অব্যাহত রাখা পরোক্ষভাবে রাশিয়ার ইউক্রেন আক্রমণে অর্থ যোগাচ্ছে, এবং এই কারণেই শুল্ক আরোপ করা হয়েছে।

যদিও ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলমান, কর্মকর্তারা জানান যে জেনারেল ডায়নামিক্সের স্ট্রাইকার কমব্যাট যান এবং রেথিয়ন ও লকহিড মার্টিনের তৈরি জ্যাভেলিন অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি শুল্ক ও দ্বিপাক্ষিক সম্পর্কের স্বচ্ছতা না আসা পর্যন্ত স্থগিত রয়েছে।

এক কর্মকর্তা বলেন, ’পরিস্থিতি পরিষ্কার হলে ক্রয় প্রক্রিয়া এগোতে পারে।’ আরেকজন জানান, আনুষ্ঠানিকভাবে স্থগিতাদেশের কোনো নির্দেশনা এখনো জারি হয়নি, তাই দ্রুত সিদ্ধান্ত বদলের সম্ভাবনা রয়েছে।

রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই রিপোর্ট অস্বীকার করে একে “মিথ্যা ও মনগড়া” বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে, ক্রয় প্রক্রিয়া স্বাভাবিক নিয়মে চলছে।

স্থগিত হওয়া চুক্তির মধ্যে ভারতীয় নৌবাহিনীর জন্য ছয়টি বোয়িং P8I রিকনাইস্যান্স বিমান ও সহায়তাকারী সিস্টেম কেনার ৩৬০ কোটি ডলারের একটি প্রস্তাবও রয়েছে, যা সিংয়ের বাতিল হওয়া ওয়াশিংটন সফরে ঘোষণা হওয়ার কথা ছিল।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করা ভারত এই শুল্ককে অন্যায্য বলে সমালোচনা করেছে। নয়াদিল্লির বক্তব্য, ওয়াশিংটন ও তার ইউরোপীয় মিত্ররা নিজেদের সুবিধামতো এখনও মস্কোর সঙ্গে বাণিজ্য করছে।

বোয়িং, লকহিড মার্টিন ও জেনারেল ডায়নামিক্সের প্রতিনিধিরা মন্তব্যের জন্য ভারত ও যুক্তরাষ্ট্র সরকারের কাছে পাঠিয়ে দিয়েছেন। রেথিয়ন কোনো মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ