Views Bangladesh Logo

সার্ক অচলাবস্থার জন্য ‘একটি দেশকে’ দায়ী করল ভারত

ভারত শুক্রবার পুনরায় জানিয়েছে, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর অগ্রগতি একটি দেশের কারণে স্থগিত হয়ে আছে।

নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির নাম উল্লেখ না করেই বলেন, 'একটি দেশ রয়েছে, যে সার্কের অগ্রগতি আটকে রেখেছে। আপনারা জানেন সেটি কোন দেশ।'

নিউইয়র্কে সাম্প্রতিক এক অধিবেশনে সার্ক পুনর্জাগরণের প্রসঙ্গ তুলেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। সে বিষয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত তার অবস্থান স্পষ্ট করেছে 'আমরা আঞ্চলিক সংযোগ চাই, তবে সেটি ভারতের নেতৃত্বে।'

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থীরা জয়লাভের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে জয়সওয়াল বলেন, 'সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় পর্যায়ের নির্বাচনের বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।'

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ভারত আশা করে 'একটি মসৃণ ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর ঘটবে—যেখানে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক।'

শেখ হাসিনার দীর্ঘদিন ভারতের অবস্থান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনসের মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে জয়সওয়াল পূর্ববর্তী পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রতি ইঙ্গিত করেন। তিনি বলেন, 'আমরা এ বিষয়ে এই মঞ্চ থেকে ইতিমধ্যে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমি অনুরোধ করব, আপনারা সেই বিবৃতিগুলো দেখুন।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ