বন্ধু হলেও শতভাগ মিত্র নয় ভারত: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বসুলভ সম্পর্ক থাকলেও বাণিজ্যিক ও কৌশলগত দিক থেকে ভারত এখনো যুক্তরাষ্ট্রের শতভাগ মিত্র হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও।
বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপের পরদিন, বৃহস্পতিবার (৩১ জুলাই) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন রুবিও।
ভারতের প্রতি ট্রাম্প ‘অখুশি’ কি না— এমন প্রশ্নের জবাবে মার্কো রুবিও বলেন, 'ভারত আমাদের বন্ধু, কৌশলগত অংশীদার। কিন্তু এখনো সম্পর্কটা শতভাগ মিত্রতার স্তরে পৌঁছায়নি।'
তিনি বলেন, ভারতের কিছু ব্যবসায়িক নীতি ও কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের জন্য বিরক্তিকর হয়ে উঠেছে। বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে ভারতের অবস্থান যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে সাংঘর্ষিক।
রুবিও বলেন, 'ভারত বড় দেশ, তাদের জ্বালানির চাহিদাও অনেক। সেই চাহিদা মেটাতে তারা আন্তর্জাতিক বাজারে প্রচলিত মূল্যে জ্বালানি কিনতে পারে। কিন্তু তারা তা করছে না। বরং নিষেধাজ্ঞার কারণে কম দামে পাওয়া রাশিয়ার তেলের ওপর নির্ভর করছে। এমনকি সেই সস্তা তেল পরিশোধন করে আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রিও করছে।'
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ভারতকে বন্ধু হিসেবে স্বীকার করলেও তাকে পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য মিত্র মনে করছে না বলেই স্পষ্ট করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে