বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখছে ভারত: জয়শঙ্কর
বাংলাদেশের ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি জানান, ভারতের জাতীয় স্বার্থ ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি।
ভারতের লোকসভায় বর্ষাকালীন অধিবেশনে এক সংসদ সদস্য জয়শঙ্করের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সম্প্রতি ঢাকার একটি ইসলামপন্থি গোষ্ঠী 'সালতানাত-ই-বাংলা' নামে একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে ভারতের কিছু রাজ্যকে ‘গ্রেটার বাংলাদেশ’-এর অংশ হিসেবে দেখানো হয়েছে। তিনি দাবি করেন, এই গোষ্ঠী তুরস্কভিত্তিক এনজিও 'তার্কিশ ইউথ ফেডারেশন'-এর সহায়তায় কাজ করছে।
জবাবে জয়শঙ্কর বলেন, ‘আমরা এ বিষয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, ২০২৫ সালের পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি প্রদর্শনী হয়েছিল, যেখানে ইতিহাসভিত্তিক একটি মধ্যযুগীয় মানচিত্র দেখানো হয়। আয়োজকরা জানিয়েছেন, এটির সঙ্গে কোনো বিদেশি সংস্থার সংশ্লিষ্টতা নেই।’
তিনি জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ‘সালতানাত-ই-বাংলা’ নামে কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই।
জয়শঙ্কর বলেন, ‘জাতীয় স্বার্থ ও অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে আমরা বাংলাদেশকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণে রাখছি এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছি।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে