Views Bangladesh Logo

সীমান্তে শান্তি ও বাণিজ্য নিয়ে ভারত-চীন বৈঠক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত করতে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈঠক করেছেন।

সোমবারের এ বৈঠকে সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখা, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বৈঠক শেষে এস জয়শঙ্কর জানান, তাদের মধ্যে একটি ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে, যা দুই দেশের মধ্যে একটি স্থিতিশীল এবং সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। অন্যদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, দুই দেশের মধ্যে সব পর্যায়ে আলোচনা ও যোগাযোগ আবার শুরু হয়েছে এবং সম্পর্ক আবারও সহযোগিতার দিকে ফিরে আসছে। তিনি আরও বলেন, চীন ও ভারতের উচিত একে অপরকে প্রতিদ্বন্দ্বী বা হুমকি হিসেবে না দেখে বরং অংশীদার ও সুযোগ হিসেবে বিবেচনা করা।

২০২০ সালে গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের পর থেকে ভারত ও চীনের সীমান্তে উত্তেজনা চলছিল। সেই সংঘর্ষে ভারতের ২০ জন এবং চীনের ৪ জন সেনা নিহত হয়েছিল। তবে গত বছর অক্টোবর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কিছু অগ্রগতি হয়েছে।

ওয়াং ই দুই দিনের সফরে ভারতে এসেছেন। এই সফরে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সীমান্ত আলোচনায় অংশ নেবেন। এ ছাড়া, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তার দেখা করার কথা রয়েছে। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনে অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ বৈঠকে যোগ দিতে বেইজিং যাচ্ছেন যা গত সাত বছরের মধ্যে তার প্রথম চীন সফর হতে যাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ