রাশিয়ার তেল নিয়ে ট্রাম্পের মন্তব্য ‘অযৌক্তিক’: ভারত
ভারত রাশিয়া থেকে তেল আমদানি করার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ‘অন্যায্য ও অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈশ্বিক সরবরাহব্যবস্থার অস্থিরতা এবং নাগরিকদের সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করার জন্যই জাতীয় স্বার্থে এই আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সোমবার রাতে একটি পোস্ট দিয়ে ভারতকে সরাসরি হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লিখেছেন, ‘ভারত যে শুধু রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনছে, তা নয় বরং মুনাফার জন্য তারা কেনা তেলের বেশির ভাগ অংশ খোলা বাজারে বিক্রিও করছে। এদিকে রাশিয়ার যুদ্ধপ্রক্রিয়া ইউক্রেনের কত মানুষের প্রাণ কাড়ছে, তা পরোয়াও করছে না ভারত। এই কারণেই আমি ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরও বাড়াবো।’
পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার বলেন, ভারতের মতো একটি বড় অর্থনীতি তার জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেই। তিনি আরও যুক্তি দেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপীয় দেশগুলোই রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি তেল ও গ্যাস আমদানি করেছে। এমনকি যুক্তরাষ্ট্র নিজেও এখনো রাশিয়া থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড ও প্যালাডিয়ামের মতো গুরুত্বপূর্ণ কাঁচামাল আমদানি করছে, যা পরমাণু বিদ্যুৎ উৎপাদন ও বৈদ্যুতিক গাড়ি তৈরিতে ব্যবহৃত হয়।
ভারত জানায়, ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৬৭.৫ বিলিয়ন ইউরো এবং ২০২৩ সালে সেবা খাতে বাণিজ্য হয়েছে ১৭.২ বিলিয়ন ইউরো। একই সঙ্গে ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ তরল প্রাকৃতিক গ্যাসও (এলএনজি) আমদানি করেছে।
উল্লেখ্য, আগেই ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। এবার ফের শাস্তিমূলক শুল্ক আরোপের হুমকি দেন তিনি। এর জবাবে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রয়োজনে তাদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে