Views Bangladesh Logo

ইমরান খানের সাক্ষাৎ না পেয়ে মামলার আবেদন করলেন বোন আলেমা

পাকিস্তানে হাইকোর্টের আদেশ সত্ত্বেও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে তার বোন আলেমা খান আদিয়ালা জেল সুপারিনটেনডেন্ট এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, কারাগারে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে সপ্তাহে অন্তত দুইবার সাক্ষাতের সময়সূচি পুনর্বহাল করেছিল আদালত।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এবং পিটিআই-এর আরও বেশ কয়েকজন সদস্য রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে গত রাতভর অবস্থান কর্মসূচি পালন করার পর এই মামলাটি দায়ের করা হয়।

২০২৩ সাল থেকে ইমরান রাওয়ালপিন্ডির ওই কারাগারটিতেই বন্দী। বৃহস্পতিবার অষ্টমবারের মতো তার সঙ্গে সাক্ষাতের অনুমতি না দেওয়ায় অবস্থান কর্মসূচি শুরু করেন দলের নেতা ও পরিবারের সদস্যরা।

এর আগে আলেমাসহ ইমরানের বোনেরা রাওয়ালপিন্ডির কারাগারের বাইরে একাধিকবার অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তখনো প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

ডনের প্রতিবেদন অনুসারে, আজ শুক্রবার সকালে পিটিআই নেতারা তাদের সর্বশেষ অবস্থান কর্মসূচি শেষ করেন। এরপর খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, তারা এখন আইএইচসিতে যাবেন - যেখানে আলেমা আদালত অবমাননার আবেদন করেছেন।

মামলায় আদিয়ালা জেল সুপারিনটেনডেন্ট আব্দুল গফুর আঞ্জুম ছাড়াও সদর বেরোনি স্টেশন হাউস অফিসের রাজা আইজাজ আজিম, স্বরাষ্ট্র সচিব ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ খুররম আগা এবং পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগের সচিব নূরুল আমিনকে বিবাদী করা হয়েছে।

আবেদনপত্রে বলা হয়েছে, আলেমা 'তার ভাইয়ের চলমান কারাবাসের সময় সুস্থতা, আইনি অধিকার এবং মানবিক আচরণ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন।'

আবেদনে ২৪ মার্চ হাইকোর্টের আদেশের উল্লেখ করা হয়েছে, যেখানে আদালত ইমরানের জন্য সপ্তাহে দু'বার সাক্ষাতের সময়সূচি পুনর্বহাল করেছিল। অভিযোগে বলা হয়েছে, 'এই সম্মানিত আদালতের প্রদত্ত আদেশগুলো ইচ্ছাকৃতভাবে বাস্তবায়ন না করার কারণে, বিশেষ করে কর্তৃপক্ষ মার্চ মাসে আদালতের নির্দেশ অনুসারে ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না দেওয়ার কারণে' আলেমা আদালত অবমাননার মামলা শুরু করার আবেদন করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ