Views Bangladesh Logo

ক্ষমতায় এলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা জীবন্ত করা হবে: জামায়াত আমির

ক্ষমতায় এলে কেরু অ্যান্ড কোং-সহ দেশের সব বন্ধ ও অচল শিল্পকারখানাকে পুনরায় সচল করা হবে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একসময় দেশের অন্যতম বৃহৎ চিনি কল কেরুয়া কোম্পানির সুগার মিল বর্তমানে কার্যত অচল অবস্থায় রয়েছে। তবে জামায়াত ক্ষমতায় গেলে সব বন্ধ মিল, ফ্যাক্টরি ও শিল্পপ্রতিষ্ঠানকে আবার প্রাণবন্ত করা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, চুরি, দুর্নীতি ও লুটপাট সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। কোনো অবস্থাতেই রাষ্ট্রীয় সম্পদ লুট করার সুযোগ দেওয়া হবে না। যখন দুর্নীতি ও অপচয় বন্ধ হবে, তখন স্বাভাবিকভাবেই মিল ও শিল্পকারখানাগুলো নতুন প্রাণ ফিরে পাবে।

তিনি আরও বলেন, শিল্পকারখানা চালু হলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, দেশীয় উৎপাদন বাড়বে এবং সামগ্রিকভাবে অর্থনীতি এগিয়ে যাবে। এর ফলে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে এবং বেকারত্ব কমে আসবে। আমরা বেকারত্ব নয়, কর্মসংস্থান চাই। ইনশাআল্লাহ, উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলে এই দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করাই আমাদের লক্ষ্য।

চাঁদাবাজি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজদের পুনর্বাসন নয়, বরং তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে তারা আর চাঁদাবাজিতে জড়াতে না পারে। তিনি দাবি করেন, মেহেরপুর ছোট জেলা হলেও বর্তমানে চাঁদাবাজদের দখলে চলে গেছে। জনগণের রায়ে জামায়াত ক্ষমতায় এলে এ পরিস্থিতির পরিবর্তন করা হবে।

নির্বাচন ও গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, আর ‘না’ মানে গোলামি। আমাদের প্রথম ভোট হবে ‘হ্যাঁ’ ভোট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ