Views Bangladesh Logo

ইরানে এখনও হামলা চালাচ্ছে ইসরায়েল: আইডিএফ

সরায়েল এখনও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র এফি ডেফরিন।

শনিবার (১৪ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইরানে ১৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ‘ধারাবাহিক হামলা’ চালানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এফি ডেফরিন জানান, তেহরানে লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা ইউনিট ছিল। এছাড়াও ইসফাহানে অবস্থিত একটি পারমাণবিক স্থাপনাতেও আঘাত হানা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

আইডিএফ মুখপাত্র বলেন, আমরা এখনো ইরানের ভেতরে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি।

ইসরায়েল গতকাল শুক্রবার ভোরে ইরানে হামলা চালায়। এর জবাবে আজ শনিবার ইরানও ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত খবর ও ছবি থেকে দেখা গেছে, ইরানি হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবল তাই নয়, বস্তুগত ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ