শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল পিছিয়ে ২৬ অক্টোবর
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে ২৬ অক্টোবর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রোববার (২৪ আগস্ট) তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময়ের আবেদন জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। শুনানি শেষে আবেদন মঞ্জুর ও নতুন দিন নির্ধারণ করেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এ নিয়ে চার দফায় প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হলো।
মামলাটির ১১ জন আসামির চারজনের নাম এখন পর্যন্ত প্রকাশ করেছে প্রসিকিউশন। তারা হলেন শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে ৬ জানুয়ারি শেখ হাসিনাসহ মামলাটির ১১ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয় ১২ ফেব্রুয়ারি। পরে প্রসিকিউশনের আবেদনে তা পিছিয়ে ২০ এপ্রিল করা হয়। ওই দিনও প্রতিবেদন জমা না হওয়ায় সময় বাড়িয়ে ২৪ জুন পর্যন্ত দেয়া হয়। সেদিনও প্রসিকিউশনের আবেদনে তৃতীয় দফায় সময় বাড়িয়ে ২৪ আগস্ট প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে