১৩ সেনা কর্মকর্তার পরবর্তী শুনানি ৩ ও ৭ ডিসেম্বর
আওয়ামী লীগ সরকারের সময় টিএফআই ও জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের দুই পৃথক মামলায় সেনাবাহিনীর ১৩ কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী শুনানি আগামী ৩ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ রোববার এদিন ধার্য করেন।
আজ সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রিজনভ্যানে করে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাজির হওয়ার পরে একে একে সবাইকে হাজতখানায় নেওয়া হয়।
ট্রাইব্যুনালে আনা সেনা কর্মকর্তারা হলেন- র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে), র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
এই দুই মামলায় ক্ষমতারচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, সেনা কর্মকর্তাদের হাজির করা উপলক্ষে সকাল থেকেই ট্রাইবুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ঘিরে নিরাপত্তায় রয়েছেন পুলিশ, বিজিবি-র্যাব সদস্যরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে