Views Bangladesh Logo

শাপলা চত্বরে ‘গণহত্যার’ মামলায় চারজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে ‘হত্যা ও নির্যাতনের’ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হকসহ গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। অন্য তিনজন হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম।

প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে রোববার (২৪ আগস্ট) যেকোনো দিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। শেখ হাসিনাসহ মামলাটির নয়জন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ১২ নভেম্বর এবং পলাতক পাঁচজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

পলাতক অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, মিজানুল ইসলাম ও ফারুক আহাম্মদ। তারা জানান, একজন আসামিকে একদিন করে মোট চারদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

গত বছরের ২৬ নভেম্বর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগটি করেন হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিবী ও মাওলানা মামুনুল হকের পক্ষে আজিজুল হক ইসলামাবাদী। এর আগে আরেকটি অভিযোগ করেন মুফতি হারুন ইজহার। পরে অভিযোগগুলো মামলায় (মিস কেস) রুপান্তরিত করেন প্রসিকিউশন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ