Views Bangladesh Logo

কার্নিশে ঝুলে থাকা আমিরকে গুলি: চারজনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জুলাই গণআন্দোলনে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা হোটেল শ্রমিক আমির হোসেনকে গুলি করাসহ দুজনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ চারজনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

অন্য তিন আসামি হলেন, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।

সোমবার (২৫ আগস্ট) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। অন্য দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার পাঁচজন আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, মিজানুল ইসলাম ও ফারুক আহাম্মদ।

১০ আগস্ট পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ৭ আগস্ট ট্রাইব্যুনালে পাঁচজন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) দাখিল করেন প্রসিকিউশন। এর আগে ৩১ জুলাই চিফ প্রসিকিউটরের কার্যালয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থা।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৯ জুলাই বিকেলে রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কের একটি নির্মাণাধীন চারতলা ভবনের ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকা অবস্থায় আমিরকে গুলি করে পুলিশ। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে এখনও অসুস্থ অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করছেন এই তরুণ। অন্যদিকে একই দিন বনশ্রীতে পুলিশের গুলিতে নিহত হন নাদিম ও মায়া ইসলাম। গুলিবিদ্ধ হয় মায়া ইসলামের ছয় বছরের নাতি বাসিত খান মুসা। সিঙ্গাপুরে চিকিৎসা নিলেও এখনও কথা বলতে পারছে না এই শিশু।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ