Views Bangladesh Logo

আবু সাইদ হত্যা মামলায় ২৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জুলাই-আগস্টের গণআন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ২৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে আগামী ২২ জুলাই আসামিদের হাজির করার আদেশও দিয়েছেন।

এছাড়া অন্য মামলায় গ্রেপ্তার থাকা আসামি রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ আপিলকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (১৩ জুলাই) এসব আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২।

গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা মামলাটির অন্য চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন পুলিশের সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ।

গত ৩০ জুন আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ আমলে নিয়ে পলাতক থাকা ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

তদন্ত সংস্থার তদন্ত প্রতিবেদনে আবু সাঈদ হত্যায় ৩০ জনের সম্পৃক্ততার বিষয় উঠে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ