Views Bangladesh Logo

তালেবানের সর্বোচ্চ ২ নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

ফগানিস্তানে নারীদের ওপর নিপীড়নের অভিযোগে তালেবান সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ।

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত এই আদালত জানায়, ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর থেকে হিবাতুল্লাহ আখুন্দজাদা এবং আব্দুল হাকিম হাক্কানি নারী ও মেয়ে শিশুদের সঙ্গে তাদের নিপীড়নমূলক আচরণের মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছেন। তাদের বিরুদ্ধে এমনটি বিশ্বাস করার মতো ‘যুক্তিসঙ্গত ভিত্তি’ আছে।

আইসিসির বিবৃতিতে বলা হয়, মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করা, নারীদের কর্মক্ষেত্রে যাওয়া বন্ধ করা, পুরুষ অভিভাবক ছাড়া বাইরে চলাফেরা নিষিদ্ধ করা এবং নারীদের উচ্চ স্বরে কথা বলাও নিষেধ করা হয়েছে—এসব নিষেধাজ্ঞা ধারাবাহিকভাবে কার্যকর করেছে তালেবান নেতারা।

এতে আরও বলা হয়, তালেবান গোটা জনসংখ্যার ওপর নানা বিধিনিষেধ আরোপ করলেও তারা নারীদেরকে কেবল লিঙ্গের কারণে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদেরকে মৌলিক অধিকার ও স্বাধীনতা থেকে বঞ্চিত করছে।  এর আগেই এই পরিস্থিতিকে ‘জেন্ডার অ্যাপার্থেইড’ বা লিঙ্গভিত্তিক বর্ণবাদ“ হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ।

যদিও তালেবান প্রশাসন এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক অপরাধ আদালতের এ ধরনের পদক্ষেপকে একটি “বৈরী পদক্ষেপ” এবং “মুসলিম বিশ্বের প্রতি অপমান” বলে মন্তব্য করেছে। তাদের দাবি, তারা আফগান সংস্কৃতি ও শরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালনা করছে।

২০১৬ সালে তালেবানের সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হন হিবাতুল্লাহ আখুন্দজাদা। ২০২১ সালের অগাস্টে বিদেশি সেনারা আফগানিস্তান ত্যাগের পর তিনি তথাকথিত ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তান’-এর নেতৃত্ব দিয়ে আসছেন। ১৯৮০-এর দশকে সোভিয়েতবিরোধী যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি।

অন্যদিকে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ সহচর এবং ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার সময় প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল হাকিম হাক্কানি।

আইসিসির এই পদক্ষেপ আন্তর্জাতিক জবাবদিহির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এ পরোয়ানাগুলোর বাস্তবায়ন নিয়ে নানা চ্যালেঞ্জ রয়ে গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ