Views Bangladesh Logo

আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে: অমর্ত্য সেন

র্থনীতিবিদ ও নোবেল বিজয়ী অধ্যাপক অমর্ত্য সেন ভারতে বাড়তে থাকা ভাষাগত অসহিষ্ণুতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার কলকাতায় ‘ভারতের তরুণ সমাজ: তাদের কী ধরনের সামাজিক সুযোগ থাকা উচিত’ শীর্ষক এক আলোচনায় তিনি বলেন, ‘আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, কারণ আমার পৈতৃক বাড়ি ঢাকায়। আর তাতে আমার আপত্তি নেই।’

৯১ বছর বয়সী এই নোবেলজয়ী জানান, সম্প্রতি সংবাদপত্রে তিনি পড়েছেন, বাংলায় কথা বলার অপরাধে একজনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। ঘটনাটি তাকে উদ্বিগ্ন করেছে। তবে স্বভাবসুলভ রসিকতায় তিনি বলেন,
‘আমি ভেবেছিলাম ফরাসি ভাষায় কথা বলব, কিন্তু সমস্যা হলো, আমি ফরাসি জানি না।’

অমর্ত্য সেন জোর দিয়ে বলেন, ভারতের সভ্যতার মূল শক্তি তার বৈচিত্র্য। বাংলা, পাঞ্জাবিসহ প্রতিটি ভাষা ও সংস্কৃতির নিজস্ব ঐতিহ্য আছে, যা উদ্‌যাপন ও সম্মান করা জরুরি। তিনি বলেন,
‘আমি বলছি না যে বাঙালি সংস্কৃতি শ্রেষ্ঠ, তবে এর সমৃদ্ধ ইতিহাস তুলে ধরা উচিত। যদি সংস্কৃতির প্রতি সম্মান না থাকে, তবে প্রতিবাদ করতে হবে।’

এ সময় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়েও মত দেন তিনি। অমর্ত্য সেন বলেন,  ‘এসআইআর-এর নামে ভোটাধিকার কেড়ে নেয়া যায় না। দেশে বহু নাগরিকের প্রয়োজনীয় নথি নেই, তাই বলে তাদের ভোট দেয়ার অধিকার বাতিল করা যাবে না।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ