Views Bangladesh Logo

আমি ভারতের ওপর সন্তুষ্ট নই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন ভালো মানুষ হলেও রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কেনার বিষয়ে তিনি ভারতের ওপর সন্তুষ্ট নন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রকে খুশি করতে হলে ভারতকে রাশিয়ার তেল আমদানি কমাতে হবে, অন্যথায় খুব শিগগিরই ভারতীয় পণ্যের ওপর আরও বেশি শুল্ক আরোপ করা হতে পারে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


রাশিয়া থেকে ব্যাপক হারে তেল আমদানির ‘শাস্তি’ হিসেবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে গত বছর ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছে। তবে এত উচ্চ শুল্ক আরোপের পরও গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই ইতিবাচক প্রবৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন বাণিজ্য শর্ত নিয়ে ভারত সরকার বর্তমানে কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে নয়াদিল্লি খুব একটা নমনীয়তা দেখাচ্ছে না।

তবে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। রয়টার্সের তথ্যমতে, নয়াদিল্লি রাশিয়া থেকে দৈনিক তেল আমদানি ১০ লাখ ব্যারেলের নিচে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় নিয়মিতভাবে তেল শোধনাগারগুলোর কাছ থেকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার সাপ্তাহিক হিসাব তলব করছে।

ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী মোদি অন্তত তিনবার তার সঙ্গে ফোনে কথা বললেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান আসেনি। গত মাসে দিল্লিতে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হলেও দ্বিপাক্ষিক উত্তেজনা এখনো কাটেনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ