Views Bangladesh Logo

এইচআরপিবি’র সংযুক্ত আরব আমিরাত শাখা কমিটি গঠিত

Press Release

প্রেস রিলিজ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে প্রবাসী বাংলাদেশীদের এক সভায় মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর শাখা কমিটি গঠিত হয়েছে।

গত ২৯ শে ডিসেম্বর সোমবার দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছে আল মুসা টাওয়ারে প্রবাসীদের উপস্থিতিতে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যায় নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে এই কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী সিহাব উদ্দিন সিমুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচআরপিবি-এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।


সভায় বক্তব্য রাখেন রাকিমুল আল মামুন, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ মজিবুর মিয়া, মোহাম্মদ ইয়াসিন বাবলু প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় মনজিল মোরসেদ বলেন, ‘প্রবাসীদের বাংলাদেশে সম্পত্তি, ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন অধিকার প্রতিষ্ঠায় আইনি প্রতিকারের জন্য প্রবাসীদের জন্য প্রবাসী ট্রাইবুনাল গঠন এর বিকল্প নেই।’ তিনি আরো বলেন, ‘প্রবাসীদের কষ্টে অর্জিত অর্থের মাধ্যমে বাংলাদেশে নিজস্ব সম্পদ ভোগ দখলের ক্ষেত্রে আইনি জটিলতার কারণে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয়।’ তিনি সকল প্রবাসীদের একত্রিত হয়ে তাদের আইনি অধিকার প্রতিষ্ঠার জন্য প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবি তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। একইসঙ্গে মানবাধিকার, পরিবেশ ও প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।

সভা শেষে সম্মতিক্রমে ব্যবসায়ী রাকিমুল আল মামুনকে আহ্বায়ক, সিহাব উদ্দিন সিমুলকে সদস্য সচিব, মোহাম্মদ মজিবুর মিয়া ও মোহাম্মদ ইয়াসিন বাবুল কে যুগ্ম আহবায়ক করে

২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোহাম্মদ মোজাম্মেল হোসেন, আব্দুর রাজ্জাক শেখ প্রমূখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ