Views Bangladesh Logo

হংকংয়ের বহুতল কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৪৪

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে এই আগুনের সূত্রপাত ঘটে।


ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, কমপ্লেক্সের অন্তত তিনটি বহুতল ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন অংশে। আট ব্লকের এই কমপ্লেক্সে রয়েছে প্রায় দুই হাজার ফ্ল্যাট।

বিবিসির তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে- নিহতদের মধ্যে ৪০ জন ঘটনাস্থলেই এবং চারজন হাসপাতালে মারা গেছেন। এছাড়া গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও ৪৫ জন।

আগুনের তীব্রতা এত বেশি ছিল যে টানা ১৫ ঘণ্টা ধরে পুরো কমপ্লেক্স জ্বলতে থাকে। এর আগের আপডেটে ৩৬ জনের মৃত্যু ও ২৭৯ জনের নিখোঁজ থাকার কথা জানানো হয়েছিল, যা হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা তৈরি করেছে।

আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে একটি নির্মাণ প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন কোম্পানির পরিচালক এবং একজন পরামর্শক। পুলিশ জানায়, আগুন ‘অস্বাভাবিকভাবে দ্রুত’ ছড়িয়ে পড়ে। ভবনের ভেতরে পলিস্টাইরিনসহ নানা দাহ্য উপকরণ থাকা এবং নিরাপত্তা মান না- মেনে বসানো জাল, ক্যানভাস ও প্লাস্টিকের কভার পরিস্থিতি আরও জটিল করে তোলে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ