Views Bangladesh Logo

অবশেষে নিয়ন্ত্রণে হংকংয়ের আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৯৪

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯৪-এ পৌঁছেছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৬ জন, যাদের মধ্যে ১১ জন দমকলকর্মীও আছেন। শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে ফায়ার সার্ভিসের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়।

মোট আটটি ব্লকে আগুন ছড়িয়ে পড়ে। নির্মাণকাজের অংশ হিসেবে ভবনগুলো ঘিরে থাকা বাঁশের মাচা ও দাহ্য পদার্থযুক্ত এলাকা আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে, ফলে ঘণ্টার পর ঘণ্টা আগুন জ্বলতে থাকে। নিহতদের মধ্যে ৩৭ বছর বয়সী এক দমকলকর্মীও রয়েছেন।

কমপ্লেক্সের আগুন এখন প্রায় নিভে এলেও ভবনগুলো প্রায় সম্পূর্ণ ভস্মীভূত। নিখোঁজদের খুঁজে বের করতে দমকলকর্মীরা এখনও পুড়ে যাওয়া কাঠামোর ভেতর অভিযান চালাচ্ছেন।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ভবনের চারপাশে থাকা বাঁশের কাঠামো ও প্লাস্টিকের জালও তদন্তের আওতায়। একইসঙ্গে কমপ্লেক্সটির সংস্কারকাজ নিয়েও দুর্নীতি দমন সংস্থা পৃথক তদন্ত শুরু করেছে। এর আগে পুলিশ অসাবধানতাবশত ফোমের প্যাকেজিং ফেলে রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে।

বাসিন্দারা জানিয়েছেন, আগুন লাগার সময় কোনও সতর্কবার্তা শোনা যায়নি। তাই পোর ওয়াং ফুক কোর্ট এলাকার মানুষ দরজায় দরজায় গিয়ে প্রতিবেশীদের সতর্ক করেন। সুইন নামের এক বাসিন্দা বলেন, ‘‘আগুন খুব দ্রুত ছড়াচ্ছিল। একটি মাত্র হোস পাইপ দিয়ে কয়েকটি ভবন বাঁচানোর চেষ্টা—এটা খুবই ধীর মনে হয়েছে।’’

অগ্নিকাণ্ডের পর স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ সহায়তায় এগিয়ে আসে। ৩৮ বছর বয়সী স্টোন নামে একজন ক্ষতিগ্রস্তদের জন্য একটি সহায়তা কেন্দ্র স্থাপন করেছেন। তিনি বলেন, ‘‘হংকংবাসীর মানসিকতা এমন—একজন বিপদে পড়লে সবাই পাশে দাঁড়ায়।’’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ