Views Bangladesh Logo

টাইফুন ‘রাগাসা’র কারণে ৩৬ ঘণ্টা বন্ধ থাকবে হংকং বিমানবন্দর

শক্তিশালী টাইফুন 'রাগাসা'র প্রভাব মোকাবিলায় টানা ৩৬ ঘণ্টার জন্য যাত্রীবাহী সব ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সোমবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে কান্তাস এয়ারওয়েজ। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায়নি হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ।

তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ঝড়ের প্রভাব মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে।

হংকং অবজারভেটরি জানিয়েছে, সোমবার দুপুরের দিকে সর্বনিম্ন সতর্কতা সংকেত জারি করা হবে এবং সোমবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে তা দ্বিতীয় সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার শহরে প্রবল ঝড়ো হাওয়া এবং হারিকেন-সদৃশ দমকা বাতাস আঘাত হানতে পারে।

ঝড়ের খবরে ইতোমধ্যেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুত করতে শুরু করেছে বাসিন্দারা। এমন পরিস্থিতিতে বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে এবং পণ্যের ঘাটতিও দেখা দিয়েছে।

হংকংয়ের প্রধান বিমান সংস্থা ক্যাথাই প্যাসিফিক জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে এখনো কোনো ফ্লাইট বাতিল করার ঘোষণা দেয়নি তারা।

এদিকে টাইফুনের কারণে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা এবং এর পার্শ্ববর্তী অন্যান্য অঞ্চলে সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ