ইন্দোনেশিয়ায় এমপিদের বাড়িতে লুটপাট, বিক্ষোভে নিহত ৭
বিতর্কিত ভাতা নিয়ে দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে ইন্দোনেশিয়ার কয়েকজন সংসদ সদস্যের (এমপি) বাড়িতে লুটপাট চালিয়েছে বিক্ষোভকারীরা। সপ্তাহান্তে অন্তত চার এমপির বাসভবন ভাঙচুর ও লুট হয়।
লুটপাটকারীরা বিলাসবহুল সামগ্রী, স্পোর্টস কার ভাঙচুরের পাশাপাশি পোষা প্রাণীও নিয়ে গেছে।
এমপিদের মধ্যে একজন ন্যাশনাল ডেমোক্র্যাট পার্টির আহমাদ সাহরোনি। এক ভিডিওতে দেখা গেছে, তার ফাঁকা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে আন্দোলনকারীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে, সাহরোনির স্পোর্টস কার ভাঙচুর করা হচ্ছে এবং দামি ঘড়ি, ডিজাইনার ব্যাগ, গয়না এমনকি মানুষের উচ্চতার সমান আয়রন ম্যান মূর্তিও নিয়ে যাওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, এমপিদের ঠিকানা অনলাইনে ফাঁস হওয়ার পর এসব হামলা হয়।
এদিকে, বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ায় দেশজুড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ২১ বছর বয়সী খাবার সরবরাহকর্মীও রয়েছেন, যিনি জাকার্তায় একটি সাঁজোয়া পুলিশি গাড়ির ধাক্কায় মারা যান। শুধু রাজধানী জাকার্তাতেই চার শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো এসব ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেয়ার ঘোষণা দিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, লুটপাট ও সহিংসতায় জড়িতদের শনাক্তের কাজ চলছে।
এমপি সাহরোনি সম্প্রতি আন্দোলনকারীদের ‘পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ’ বলে মন্তব্য করেছিলেন। বর্তমানে তার অবস্থান অজানা। সামাজিক যোগাযোগমাধ্যমে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো দেশ ছেড়ে পালিয়েছেন।
ইন্দোনেশিয়ার গণতান্ত্রিক ইতিহাসে এ প্রথমবার এমপিদের বাড়িতে সরাসরি জনতার হামলা ও লুটপাটের ঘটনা ঘটল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে