হলিক্রস কলেজের প্লাটিনাম জুবিলি পূর্তি উদযাপন
বাংলাদেশের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান হলি ক্রস কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উদযাপন করছে। ‘75 Years of Legacy: Truth, Wisdom & Excellence’—এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানটি দেশি-বিদেশি অতিথি, কূটনীতিক, ধর্মীয় নেতৃবৃন্দ ও প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে হয়ে ওঠে উৎসবমুখর ও মর্যাদাপূর্ণ।
বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে অতিথিবৃন্দের অভ্যর্থনার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এরপর উদ্বোধন করা হয় কলেজের নতুন গেইট এবং হলি ক্রস কলেজের স্বপ্নদ্রষ্টার ম্যুরাল।
জাতীয় সংগীত, কলেজ প্রার্থনা, কলেজ সংগীত এবং জুবিলি থিম সং পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি পায় ভিন্নমাত্রা। উদ্বোধনী নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হলি ক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা লেটিসিয়া গমেজ, সিএসসি। তিনি বলেন, ৭৫ বছরে আমরা সত্য, প্রজ্ঞা ও উৎকর্ষের যে আদর্শ লালন করেছি, তা ভবিষ্যতেও অটুট থাকবে।
অনুষ্ঠানে ধারাবাহিকভাবে বক্তব্য দেন হলি ক্রস কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মিসেস ফাহমিনা হামিন, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ব্রিটিশ হাই কমিশনার মিস সারাহ কুক এবং হলি ক্রস সিস্টার সংঘের প্রেসিডেন্ট সিস্টার শার্লেট অ্যান ওয়াপনার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মিসেস রেহানা পারভীন এবং বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস. র্যান্ডাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যাটিকানের ডিকাস্ট্রি অব ইনস্টিটিউট অব কনসেক্রেটেড লাইফ অ্যান্ড সোসাইটিজ অব অ্যাপোস্টলিক লাইফ-এর সেক্রেটারি রেভারেন্ড সিস্টার তিজিয়ানা মারলেটি, এসএফপি।
তিনি বলেন, হলি ক্রস কলেজ নারী শিক্ষা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় একটি অনন্য দৃষ্টান্ত।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোস্ট রেভারেন্ড বিজয় এন. ডি’ক্রজ, ওএমআই।
বর্ণাঢ্য আয়োজন ও আবেগঘন স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ হয় হলি ক্রস কলেজের প্লাটিনাম জুবিলি উদযাপন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে