Views Bangladesh Logo

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩৯

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে ৩৯ জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৩০ জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ডোবা শহরের কাছে আদামুজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন হঠাৎ লাইনচ্যুত হয়ে পাশের রেললাইনে উঠে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সঙ্গে এর সংঘর্ষ হয়।

আন্দালুসিয়ার জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, এ দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে পরিণত হওয়া ট্রেনের বগিগুলো থেকে হতাহতদের উদ্ধারে চরম জটিলতার মুখে পড়ছেন।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, ঘটনাটি ‘অত্যন্ত অস্বাভাবিক’, কারণ যে রেলপথে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে সেটি সোজা ছিল এবং গত বছরের মে মাসে সংস্কার করা হয়েছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে, যা শেষ হতে অন্তত এক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বেসরকারি রেল সংস্থা ইরিও জানিয়েছে, লাইনচ্যুত হওয়া ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। অপরদিকে রাষ্ট্রায়ত্ত রেল সংস্থা রেনফে পরিচালিত ট্রেনটিতে আনুমানিক ১০০ যাত্রী অবস্থান করছিলেন।

দুর্ঘটনার পর আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতিকে ‘দুঃস্বপ্নের মতো’ বলে বর্ণনা করেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, দেশটি একটি ‘অত্যন্ত শোকের রাত’ পার করছে।

এদিকে আন্দালুসিয়ার জরুরি সেবা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের তাদের স্বজনদের আশ্বস্ত করতে জীবিত থাকার খবর জানাতে অনুরোধ জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ