Views Bangladesh Logo

দুদকের সেই কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

কারণ দর্শানোর কোনো নোটিশ না দিয়েই তিন বছর আগে বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে পুনরায় চাকরিতে বহাল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৯ জুলাই) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

রায়ে বলা হয়, আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে এবং চাকরির যাবতীয় সুবিধাসহ শরীফ উদ্দিনকে পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে তার বরখাস্তের আদেশ শুরু থেকেই অবৈধ ও বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী সালাহ উদ্দিন দোলন।

রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় দুদকের সাবেক কর্মকর্তা শরীফ উদ্দিন বলেন, “আদালতের মাধ্যমে আমি ন্যায়বিচার পেয়েছি।” প্রসঙ্গত, ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়।

তৎকালীন দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২) তে প্রদত্ত ক্ষমতাবলে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি অনুযায়ী ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা (যদি থাকে) পাবেন।


কমিশনের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালনকালে তিনি বেশ কিছু আলোচিত দুর্নীতি মামলার তদন্ত করেন। এতে প্রভাবশালী মহলের রোষানলে পড়েন বলে অভিযোগ রয়েছে।

২০২৩ সালের ৩০ জানুয়ারি তিনি ও তার পরিবার হত্যার হুমকি দেয়া হয়। এরপর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শরীফ উদ্দিন। তিনি ঘটনার প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজও জমা দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ