Views Bangladesh Logo

ক্যালিফোর্নিয়ায় বড়দিনের রাতে ঝড়-বৃষ্টি ও বন্যায় নিহত ৩

খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাসের রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় টানা বৃষ্টি ও প্রচণ্ড ঝড়ে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এসময় প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

স্থানীয় সময় শুক্রবার পর্যন্ত ঝড় ও বন্যা অব্যাহত থাকতে পারে বলে সতর্কতা জারি করেছে প্রশাসন। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কিছু এলাকায় ১১ ইঞ্চি (প্রায় ২৭ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টি হয়েছে, যার ফলে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে বহু এলাকা প্লাবিত হয়েছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

আকস্মিক বন্যার পানিতে আটকে পড়া যানবাহন থেকে যাত্রীদের উদ্ধার করতে জরুরি পরিষেবা বিভাগ তৎপর।যুক্তরাষ্ট্রের ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, ছোট-বড় নদী-নালায় পানি বৃদ্ধি পেতে পারে এবং আরও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

গভর্নর গ্যাভিন নিউজম লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খবর বিবিসির।

ঘটনাস্থল থেকে জানা গেছে, সান ডিয়েগোতে একটি গাছ পড়ে ৬৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। রেডিং শহরে বন্যার পানিতে গাড়ির মধ্যে আটকে থাকা ৭৪ বছর বয়সী এক ব্যক্তি উদ্ধারকালে মারা যান। মেনডোসিনো কাউন্টির ম্যাককেরিচার স্টেট পার্কে বড় ঢেউয়ের ধাক্কায় ছিটকে পড়ে সাগরে ভেসে যান সত্তরোর্ধ্ব এক নারী।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টিতে কিছু এলাকায় লোকজনকে সরিয়ে নেয়ার সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সান ফ্রান্সিসকো বে এলাকায় ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস ছুটির ব্যস্ত সময়ে অপ্রয়োজনে ভ্রমণ না করার আহ্বান জানিয়ে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য জনগণকে সতর্ক করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ