Views Bangladesh Logo

পাঞ্জাবে টানা বর্ষণে ৪৮ ঘণ্টায় ৭১ জনের মৃত্যু, আরও দুর্যোগের আশঙ্কা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা ভারী বর্ষণে মাত্র ৪৮ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭১ জন। শুক্রবার (১৮ জুলাই) আরও ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)। ২৫ জুন থেকে শুরু হওয়া রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে এখন পর্যন্ত প্রদেশটিতে ১২৩ জনের মৃত্যু এবং ৪৬২ জনের আহত হওয়ার তথ্য জানিয়েছে সংস্থাটি।

পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) সতর্ক করে বলেছে, আগামী রোববার (২১ জুলাই) থেকে পাঞ্জাবসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। এ কারণে আগামী ২৪ ঘণ্টায় কালাবাগ ও চাশমায় সিন্ধু নদীতে বন্যার সতর্কতা জারি করেছে পিডিএমএ। একইসঙ্গে শহরাঞ্চলে জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় আকস্মিক ভূমিধসের সম্ভাবনার কথাও বলা হয়েছে।

বিশেষ করে ২১ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে পাহাড়ি অঞ্চলগুলোতে আকস্মিক বন্যা এবং কোথাও কোথাও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পাঞ্জাবের বহু আবাসিক এলাকা।

পটোহার অঞ্চলের প্লাবিত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত ১ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন পিডিএমএ মহাপরিচালক ইরফান আলী কাথিয়া। তার মতে, এর মধ্যে ঝিলম থেকে ৩৯৮ জন, চাকওয়াল থেকে ২০৯ জন এবং রাওয়ালপিন্ডি থেকে ৪৫০ জনকে সরিয়ে নেয়া হয়।

রেসকিউ সংস্থা ‘১১২২’ জানিয়েছে, শুক্রবার লাহোর ও চিনিওটে ৩ জন, ওকারায় ২ জন এবং চাকওয়াল ও সারগোধায় একজন করে মোট ৭ জনের মৃত্যু হয়েছে।

সংস্থাটি আরও জানায়, চাকওয়াল জেলায় স্রোতে ভেসে যাওয়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর একজন বাড়ির ছাদ ধসে প্রাণ হারান।

এদিকে টানা বৃষ্টিতে এই জেলায় তিন দিন ধরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এ বিষয়ে ইসলামাবাদ ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (আইইএসসিও) জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ৯৯টি হাই-টেনশন ও ৪৮টি লো-টেনশন বৈদ্যুতিক খুঁটি এবং ৬৫টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রকৌশলী ওয়াহিদ আহমেদ আব্বাসি বলেন, পুরোপুরি বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারে আরও অন্তত ৪৮ ঘণ্টা লাগতে পারে।

এ ছাড়াও চলমান দুর্যোগ এবং সম্ভাব্য নতুন বিপদের মুখে পড়তে পারে পাঞ্জাবের বহু এলাকা। এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট জেলা ও প্রাদেশিক প্রশাসনকে জরুরি প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে পিডিএমএ ও পিএমডি। জনগণকেও দুর্যোগকালীন সতর্কতা ও দিকনির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ