দক্ষিণ কোরিয়ায় ভারি বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪, নিখোঁজ ১২
দক্ষিণ কোরিয়ায় কয়েক দিনের টানা ভারি বর্ষণ ও ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১২ জন। উদ্ধার তৎপরতা চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
শনিবার (২০ জুলাই) দেশটির পর্যটন শহর গাপইয়ং-এ ভূমিধস ও বন্যার কারণে কয়েকটি বাড়ি ধসে পড়ে এবং পানির স্রোতে গাড়ি ভেসে গেলে দুজনের মৃত্যু হয়, নিখোঁজ হন আরও চারজন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ জানায়, ভূমিধসে ধসে পড়া একটি বাড়ির নিচে চাপা পড়ে ৭০ বছর বয়সী এক নারী মারা যান। একই ঘটনায় একটি সেতুর পাশ থেকে উদ্ধার করা হয় এক ৪০ বছর বয়সী ব্যক্তির মরদেহ, যিনি সম্ভবত পানিতে ডুবে মারা গেছেন।
দক্ষিণাঞ্চলের সানচিয়ং কাউন্টিতে বুধবার থেকে ৮০০ মিলিমিটার (প্রায় ৩১.৫ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অঞ্চলেই প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন, নিখোঁজ রয়েছেন ৬ জন। পাশাপাশি হ্যাপচিয়ন ও হাদং কাউন্টিতেও ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। নিখোঁজ ১২ জনের মধ্যে ২ জন গওয়াংজু শহরের বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এদিকে দেশব্যাপী এখন পর্যন্ত প্রায় ৪,২০০টি ক্ষয়ক্ষতির ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এতে রাস্তা, সরকারি স্থাপনা, আবাসিক ভবন এবং কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে ১২,৯০০-এর বেশি মানুষ, যাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় বর্ষাকালীন মৌসুমি বৃষ্টিপাত অস্বাভাবিক নয়, তবে চলতি সপ্তাহের বৃষ্টিপাত ছিল অতীতের তুলনায় অনেক বেশি প্রবল। আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন চরম আবহাওয়া দিন দিন আরও ঘন ঘন ও ভয়াবহ হয়ে উঠছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে