Views Bangladesh Logo

চট্টগ্রাম-২: বিএনপির প্রার্থী সরোয়ারের ভোটের পথ খুলল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার মনোনয়নপত্র গ্রহণ করে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সরোয়ার আলমগীরের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মো. রুহুল কুদ্দুস।

জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল আমিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন ও আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাজু মিয়া।

শুনানি শেষে আহসানুল করিম বলেন, নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। আদালতের আদেশ অনুযায়ী সরোয়ার আলমগীরকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে হবে এবং নির্বাচনে অংশ নিতে তার আর কোনো আইনগত বাধা নেই।

এর আগে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তবে তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন।

ওই আপিলের শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন আপিল মঞ্জুর করলে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ১৯ জানুয়ারি হাই কোর্টে রিট আবেদন করেন তিনি।

নির্বাচন কমিশনের আইনজীবী মো. রাজু মিয়া বলেন, হাইকোর্ট কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে রুল দিয়েছেন এবং সরোয়ার আলমগীরকে ধানের শীষ প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীর আইনজীবী এ এস এম শাহরিয়ার কবিরের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ