Views Bangladesh Logo

ডাকসু নির্বাচন স্থগিতে জুলিয়াস সিজারের রিট খারিজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত এবং সহ সভাপতি (ভিপি) পদে তার প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালে মো. জুলিয়াস সিজার তালুকদারের রিট আবেদন দ্বিতীয়বারের মতো খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

শুনানি শেষে সোমবার (৯ সেপ্টেম্বর) রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

৪ সেপ্টেম্বর বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চও রিটটির শুনানি করতে অস্বীকৃতি জানিয়ে কার্যতালিকা বাদ দেন। হাইকোর্ট বলেন, বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিবেচনাধীন থাকায় আলাদাভাবে রিটের প্রয়োজন নেই।

মো. জুলিয়াস সিজার তালুকদারকে প্রথমে ভিপি পদের প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে, ২৬ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে তার নাম অন্তর্ভুক্ত ছিল এবং তাকে ২৬ নম্বর ব্যালট নম্বর দেয়া হয়।

কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পর সলিমুল্লাহ মুসলিম হলের হাউস টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে অভিযোগ করেন, জুলিয়াস সিজার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে সম্পৃক্ত। পরে অভিযোগের বিষয়ে শুনানি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত না দিয়ে কমিশনে সুপারিশ পাঠায় নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। সেই সুপারিশের ভিত্তিতে জুলিয়াস সিজারের প্রার্থিতা ও ব্যালট নম্বর বাদ দেয় নির্বাচন কমিশন।

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেয়ার অভিযোগ তুলে ২৭ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারকে আইনি নোটিশ পাঠান জুলিয়াস সিজার তালুকদার। তাতে সাড়া না পেয়ে প্রার্থিতা ফিরে পেতে ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিতে ৩১ আগস্ট হাইকোর্টে রিটটি করেন তিনি। এতে ভিপি পদের চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম ও ব্যালট নম্বর পুনঃস্থাপনের আদেশ চাওয়া হয়। তার প্রার্থিতা পুনর্বহাল না হওয়া পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত রাখারও আরজি জানান তিনি।

রিটে জুলিয়াস সিজার তালুকদারের নাম ও ব্যালট নম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, মর্মে রুল জারির আরজিও জানানো হয়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ