Views Bangladesh Logo

ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের রিট শুনব না: হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে মো. জুলিয়াস সিজার তালুকদারের করা রিট শুনতে অপরাগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ অপরাগতা প্রকাশ করে বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে সিদ্ধান্ত হয়েছে। আমরা ডাকসু নির্বাচন নিয়ে আর কোনো ধরনের রিট শুনব না।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি আকরাম হোসেন চৌধুরী রিটকারীর আইনজীবী সরদার আবুল হোসেনকে উদ্দেশ্য করে বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আগে রিট এসেছে। আমরা তা ফিরিয়ে দিয়েছি। ঢাবির ভিসি আমার আত্মীয়। এছাড়া, ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগ ইন্টারফেয়ার করেছে। তাই আমরা ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না। আপনারা ভুল বুঝিয়ে রিটটি মেনশন করেছেন। আমরা যদি জানতাম এটা ডাকসু নির্বাচন নিয়ে, তাহলে এটি নিতাম না।

পরে আদালত রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী শিশির মনির উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল মো. জুলিয়াস সিজার তালুকদার ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে রিট করেন। রিটে ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয় যতক্ষণ না তার নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল করা হয়। এছাড়া ডাকসু হল সংসদ নির্বাচনেরও স্থগিতের নির্দেশনা চাওয়া হয়।

রিটে বলা হয়, জুলিয়াস সিজার তালুকদারের নাম ও ব্যালট নম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ দেয়া এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানাতে রুল জারি করার আরজি দেয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ