অবসরের ৬ মাসের মধ্যে বেসরকারি শিক্ষকদের ভাতা দেয়ার নির্দেশ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত প্রায় ছয় লাখ শিক্ষক ও কর্মচারীকে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা দেয়ার নির্দেশ দিয়ে একটি রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চের দেয়া ১৩ পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
রিট আবেদনকারীদের আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়া গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এই রায়ের ফলে দেশের প্রায় ছয় লাখ শিক্ষক-কর্মচারীর দুর্ভোগ কমবে।’
আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়া জানান, ২০১৯ সালে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা অবসরকালীন সুবিধা নিয়ে একটি রিট দায়ের করেন। রিটে বলা হয়, ২০১৭ সাল পর্যন্ত শিক্ষকদের বেতন থেকে ৬ শতাংশ কাটা হতো এবং অবসরের পর এই টাকা সুবিধাসহ দেয়া হতো। কিন্তু ২০১৭ সালে শিক্ষা মন্ত্রণালয় নতুন করে ১০ শতাংশ কাটার সিদ্ধান্ত নেয়। তবে সুবিধা আগের ৬ শতাংশের সমানই বহাল রাখা হয়। রিটে এই বৈষম্য দূর করে ১০ শতাংশের সুবিধা দেয়ার আবেদন করা হয়। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট এই রায় দেন।
আদালত রায়ে বলেন, শিক্ষকদের বেতন থেকে ১০ শতাংশ কাটা হলেও তাদের বাড়তি সুবিধা দেয়া উচিত। একই সঙ্গে, অবসরের পর ছয় মাসের মধ্যে তাদের অবসরকালীন সুবিধা প্রদান করতে হবে।
শিক্ষকরা ২০১৯ সালের ১৫ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনটিকে চ্যালেঞ্জ করে এই রিট আবেদন করেছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে