Views Bangladesh Logo

গোমতী নদীর অবৈধ স্থাপনা ৬ মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ

গোমতী নদীর তীরের অবৈধ সব স্থাপনা আগামী ৬ মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রোববার (৩ আগস্ট) এই আদেশ দেন।

পরে রিটকারী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া এই আদেশের জন্য আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিগগিরই উচ্চ আদালতের আদেশ অনুযায়ী কার্যক্রম শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, ৬ মাসের মধ্যে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আদালতকে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে। রিটকারীর পক্ষে শুনানি করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ