ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু: ৯০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
গাজীপুরের টঙ্গীতে গত ২৭ জুলাই ম্যানহোলে পড়ে ফারিয়া তাছনিম জ্যোতি (৩২) নামে এক নারীর মৃত্যুর ঘটনা ৯০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মানবাধিকার সংস্থা ব্লাস্টের জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ বুধবার (৩ সেপ্টেম্বর) রুলসহ এই আদেশ দেন।
স্থানীয় সরকার সচিব, গাজীপুরের জেলা প্রশাসক, গাজী সিটি করপোরেশন কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীকে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এছাড়া রুলে টঙ্গীর ওই ড্রেন মেরামত ও রক্ষণাবেক্ষণে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ঘটনার জন্য দায়ী সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ও আইনি ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
সেইসাথে দ্রুততার সঙ্গে দেশের সমস্ত খোলা ড্রেন এবং ম্যানহোলের ঢাকনার ব্যবস্থা করা এবং দৃশ্যমান স্থানে সতর্কতামূলক চিহ্ন স্থাপন করা, তদন্তের ফলাফল এবং গৃহীত পদক্ষেপ জনসমক্ষে কেন প্রকাশ করা হবে না, তা রুলে উল্লেখ করা হয়েছে। এছাড়া এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে স্থানীয় সরকার ও মহাসড়ক কর্তৃপক্ষকে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেয়া হবে না, তা জানার জন্যও রুলে প্রশ্ন তোলা হয়েছে।
চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, গাজীপুরের জেলা প্রশাসক, গাজী সিটি করপোরেশন কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আনিতা গাজী রহমান এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।
ব্যারিস্টার আনিতা গাজী রহমান সাংবাদিকদের বলেন, গত ২৭ জুলাই গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে ফারিয়া তাছনিম জ্যোতি নামে এক নারী মৃত্যু হয়। ওই মৃত্যুর ঘটনায় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ২৯ জুলাই গণমাধ্যমে ‘৩৭ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান, ম্যানহোলে পড়ে নিখোঁজ তাছনিমের মরদেহ মিলল বিল থেকে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ থেকে জানা যায়, ২৭ জুলাই রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে ফারিয়া তাছনিম জ্যোতি গাজীপুর জেলার টঙ্গীর হোসেন মার্কেট এলাকায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ইম্পেরিয়াল আই কেয়ার হাসপাতাল এবং ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে একটি খোলা ম্যানহোলে পড়ে যান। পরবর্তী সময়ে মৃত অবস্থায় ওই নারীকে ঘটনাস্থল থেকে আরও ২–৩ কিলোমিটার দূরে, টঙ্গী শালিকচূড়া বিলের কচুরিপানা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৩৭ ঘণ্টা পরে উদ্ধার করে।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) অনুসন্ধানের মাধ্যমে জানতে পারে, এই ম্যানহোলগুলো দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় রয়েছে এবং আশেপাশে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী বা সতর্কীকরণ চিহ্ন নেই। একই স্থানে ইতোপূর্বে আরও একজন নারী পড়ে ছিলেন, যাকে স্থানীয় জনগণ দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়েছিল। ড্রেনের ম্যানহোলগুলো সংস্কার করার ক্ষেত্রে বিভিন্ন সংস্থার গাফিলতি ও সমন্বয়হীনতার অভাব লক্ষ্য করা গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে