বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনা অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধানে সাত দিনের মধ্যে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রয়োজনে গুরুতর আহতদের যাদের মধ্যে শিক্ষার্থী ও অভিভাবকরাও আছেন, বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দেন।
নিহতদের পরিবারের সদস্যদের পাঁচ কোটি টাকা এবং আহতদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে সরকারকে রুল জারি করেন হাইকোর্ট।
রাজধানীসহ দেশের জনাকীর্ণ এলাকায় বিমান বাহিনীর ত্রুটিপূর্ণ বিমান বা প্রশিক্ষণ বিমান চলাচল বন্ধের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে সরকারকে আরেকটি রুলও দেন উচ্চ আদালত।
এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২২ জুলাই) রুলসহ এসব আদেশ দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৫ দিনের মধ্যে বিমান দুর্ঘটনার প্রতিবেদন জমা দিতেও বলেন হাইকোর্ট।
একইসঙ্গে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিচয়পত্রে (আইডি কার্ড) অভিভাবক বা বাবা-মায়ের ফোন নম্বর এবং রক্তের গ্রুপ উল্লেখ বাধ্যতামূলক করতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষা সচিবকে দ্রুত এই নির্দেশনা বাস্তবায়নের নির্দেশও দেয়া হয়েছে।
বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি ও ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধবিমান উড্ডয়নে নিষেধাজ্ঞার নির্দেশনা চেয়ে রিটটি করেন অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস। রিটে বিমানবাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কতো এবং সেগুলো রক্ষণাবেক্ষণে কী কী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, তা জানার নির্দেশনাও চাওয়া হয়। এছাড়া মাইলস্টোন কলেজের আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসায় পাঠানো, আগুনে পুড়ে যাওয়া নিহত শিক্ষার্থীদের পাঁচ কোটি টাকা এবং আহত শিক্ষার্থীদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণও চাওয়া হয়।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির ও মো. ঈসা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সোমবার (২১ জুলাই) রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত আরও আটজন মারা যাওয়ার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর জেট বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আহত আরও ১৬৫ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে