হাইকোর্টের আদেশ স্থগিত, ইসির নির্ধারিত সীমানায় কুমিল্লা-২ আসনের নির্বাচন
কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে ইসির নির্ধারিত নতুন সীমানা অনুযায়ীই কুমিল্লা-২ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আপিল বিভাগের আদেশ অনুযায়ী, হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসনেই আগামী নির্বাচন হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে