গণআন্দোলনে নিহত আবু সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে রুল
জুলাই-আগস্ট গণআন্দোলনে নিহত আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যদের কেন ‘জাতীয় বীর’ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আন্দোলনে শহীদদের প্রকৃত ও নির্ভরযোগ্য তালিকা করে তা গেজেট আকারে প্রকাশের কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নতুন বাংলাদেশের ‘জাতীয় সংস্কারক’ কেন ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ সোমবার (১৪ জুলাই) এ রুল জারি করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা, চব্বিশের গণআন্দোলনে নিহত ব্যক্তিদের প্রকৃত তালিকা প্রকাশ ও তাদের ‘জাতীয় শহীদ’ হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে ফেব্রুয়ারি মাসে রিটটি করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ইমদাদুল হক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে