Views Bangladesh Logo

আদালতের নিরাপত্তা বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

হাইকোর্ট সুপ্রিম কোর্ট ও দেশের সব অধস্তন আদালতের নিরাপত্তা পরিস্থিতি যাচাই করতে রেজিস্ট্রার জেনারেলকে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।


জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দীন আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এই নির্দেশ দেন। কমিটিকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জারিকৃত রুলে প্রশ্ন তোলা হয়েছে—সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ দেশের সব দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে কর্মরত বিচারকদের এজলাস, বাসভবন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না।

রিট আবেদনে জানানো হয়, গত বছরের ২৮ নভেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দিলেও বাস্তবায়নের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণে ১৬ নভেম্বর আইনজীবী মেহেদী হাসান হাইকোর্টে রিট দায়ের করেন।

আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ওমর ফারুক ও মোকাদ্দাস আহমদ। তারা উল্লেখ করেন, অতীতে ২০০৫ সালে দুই বিচারক হত্যাকাণ্ড, বিচারকদের বাসায় চুরি এবং সম্প্রতি রাজশাহী মহানগর দায়রা জজের ছেলেকে হত্যার মতো ঘটনা বিচার বিভাগের নিরাপত্তাহীনতার দৃষ্টান্ত। এসব বিষয় বিবেচনা করে হাইকোর্ট রুল জারি ও কমিটি গঠনের নির্দেশ দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ