Views Bangladesh Logo

শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১১টার পরিবর্তে ১২টার পর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারসহ তিন জনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সময় পেছানো হয়েছে। সকাল ১১টায় এই রায় ঘোষণার কথা থাকলেও সেটি পিছিয়ে বেলা ১২টার পরে দেয়া হবে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করবেন।

এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল-১–এর এজলাস থেকে ঐতিহাসিক এই রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স। এ ছাড়া ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হবে। পাশাপাশি ঢাকার ১০টি পয়েন্টে বড় পর্দায় দেখানো হবে এই রায় ঘোষণা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ