তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটি মানুষের মহামিলন হবে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৭ বছরের বিরতির পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অর্ধকোটি মানুষের মহামিলন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে সরকারও আন্তরিক রয়েছে বলে তিনি জানান।
রিজভী আরও বলেন, দেশে পৌঁছানোর পর তারেক রহমান প্রথমে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে