Views Bangladesh Logo

ওসমান হাদি হত্যা মামলা: ডিবির চার্জশিটে বাদীর নারাজি, অধিকতর তদন্তের আবেদন

ছাত্র-জনতার অভ্যুত্থান–পরবর্তী সময়ে আলোচিত রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে। মামলার তদন্তে ডিবি পুলিশের দাখিল করা চার্জশিটের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে আদালতে নারাজি আবেদন করেছেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এই নারাজি আবেদন দাখিল করা হয়।

এর আগে গত ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। তবে বাদীপক্ষের অভিযোগ, তদন্তে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ দিক ও মূল পরিকল্পনাকারীদের ভূমিকা যথাযথভাবে উঠে আসেনি।

বাদীপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল জানান, চার্জশিটটি বিস্তারিতভাবে পর্যালোচনার পর বাদী মনে করছেন এটি অসম্পূর্ণ ও দায়সারা তদন্তের ফল। প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং মূল অপরাধীদের শনাক্ত করতে আদালতের কাছে অধিকতর তদন্তের আবেদন জানানো হয়েছে।

চার্জশিট অনুযায়ী, ১৭ আসামির মধ্যে ৬ জন পলাতক এবং ১১ জন কারাগারে রয়েছেন। পলাতক আসামিরা হলেন— মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, আলমগীর হোসেন, ফিলিপ স্নাল ফিলিপস, মুক্তি আক্তার ও জেসমিন আক্তার।

কারাগারে থাকা আসামিদের মধ্যে রয়েছেন প্রধান আসামির বাবা মো. হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়াসহ তার ঘনিষ্ঠ সহযোগীরা। তদন্ত কর্মকর্তা পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। মাথা ও কানের নিচে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন।

প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

প্রথমে মামলাটি হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা হলেও হাদির মৃত্যুর পর সেটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। ইনকিলাব মঞ্চ শুরু থেকেই এই হত্যাকাণ্ডকে একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ