Views Bangladesh Logo

আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

নকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে নতুন করে ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে তৃতীয়বারের মতো প্রতিবেদন দাখিলের সময় পেছানো হলো।

রোববার (২৫ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তা দাখিল করতে পারেনি। ফলে আদালত নতুন করে সময় নির্ধারণ করেন।

জুলাই অভ্যুত্থান ও পরবর্তী বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ঢাকার বিজয়নগর এলাকায় গণসংযোগকালে তিনি সশস্ত্র হামলার শিকার হন।

গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে মামলাটিতে হত্যার ৩০২ ধারা যুক্ত করা হয়।

প্রাথমিকভাবে থানা পুলিশ মামলার তদন্ত শুরু করলেও পরে তা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তদন্ত শেষে ডিবি পুলিশ সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগকর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে গত ৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে।

তবে ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে সন্তুষ্ট হয়নি ইনকিলাব মঞ্চ। গত ১২ জানুয়ারি মামলাটি শুনানির জন্য ওঠে। সেদিন বাদী আব্দুল্লাহ আল জাবের অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিন সময় চান। আদালত তার আবেদন মঞ্জুর করে ১৫ জানুয়ারি অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য করেন।

১৫ জানুয়ারি শুনানির দিনে ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে বাদী পক্ষ নারাজি আবেদন দাখিল করেন। নারাজির পরিপ্রেক্ষিতে আদালত মামলাটির পুনঃতদন্তের নির্দেশ দিয়ে তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন।

ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা পরিদর্শক ফয়সাল আহমেদ উল্লেখ করেন, আসামিদের রাজনৈতিক পরিচয় এবং বিভিন্ন সময়ে হাদির দেওয়া রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে বোঝা গেছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ