ওসমান হাদির ওপর হামলা: নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের রাজনীতিতে যখন নির্বাচনী প্রস্তুতির আলোচনা শুরু হয়েছে, ঠিক তখনই রাজধানীতে সংঘটিত একটি গুলিবিদ্ধের ঘটনা নতুন করে উদ্বেগ, অনিশ্চয়তা ও উত্তেজনার জন্ম দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রার্থীদের নিরাপত্তা এবং সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক অঙ্গনে।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন ও রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা নিয়েও আলোচনা জোরালো হচ্ছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তরুণ এই রাজনৈতিক নেতার শারীরিক অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, এভারকেয়ার হাসপাতালে ভর্তি শরীফ ওসমান হাদিকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করতে চিকিৎসকেরা অপারগতা প্রকাশ করেছেন।
তফসিল ঘোষণার একদিন পর শুক্রবার দুপুরে রাজধানীতে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করলেও হামলার প্রকৃত উদ্দেশ্য ও জড়িতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন ও রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মনে করেন হাদির ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, এটি রাষ্ট্র ও নির্বাচন প্রক্রিয়ার ওপর হামলার শামিল। ভিউজ বাংলাদেশ’কে তিনি বলেন, ‘রাষ্ট্রের পক্ষে সবার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তবে যারা আলোচিত বা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের বিষয়ে রাষ্ট্রকে অবশ্যই বাড়তি সতর্কতা নিতে হবে। হাদীর ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, এটি রাষ্ট্র ও নির্বাচন প্রক্রিয়ার ওপর হামলার শামিল।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এই হামলাকে রাজনৈতিক প্রক্রিয়া ভণ্ডুল করার চেষ্টা হিসেবে আখ্যায়িত করেন। বিষয়টিকে অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে ভিউজ বাংলাদেশ’কে তিনি বলেন, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটি বিষয় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে। সেই প্রক্রিয়ার প্রাক্কালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের যোদ্ধা ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টা অত্যন্ত ন্যাক্কারজনক।’
তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর মাঝে নির্বাচনের যে আশার সঞ্চার করেছে, মাত্র একদিনের মাথায় এ ধরণের হামলায় শঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ভিউজ বাংলাদেশ’কে বলেন, ‘তফসিল ঘোষণায় আমরা সন্তুষ্ট ছিলাম। আশা ছিল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু একদিনের মাথায় একজন প্রার্থীকে হত্যাচেষ্টা সেই আশাকে প্রশ্নবিদ্ধ করেছে।’
তিনি আরও বলেন, ‘পরাজিত শক্তি আওয়ামী লীগ কোনোভাবেই বসে থাকবে না, নির্বাচন বানচালের চেষ্টা করবে—এই আশঙ্কা এখন আরও বেড়েছে।’ এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
অপরাধবিদ ড. তৌহিদুল হক এই ঘটনাকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখছেন। ভিউজ বাংলাদেশকে তিনি বলেন, ‘তফসিল ঘোষণার আগেই নির্বাচনী জনসভায় গুলির ঘটনা ঘটেছে, কোথাও কোথাও টার্গেট কিলিংয়ের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রত্যাশা অনুযায়ী নেই।’
হাদির উপর হামলার পরপরই রাজনৈতিক দলগুলো পরস্পরের ওপর দোষারপ করে যাচ্ছে। রাজনৈতিক অঙ্গণে দোষারফের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলেন ড. তৌহিদুল হক। তিনি বলেন, ‘আমাদের দেশে তদন্ত শেষ হওয়ার আগেই দোষারোপের সংস্কৃতি রয়েছে। এর ফলে প্রকৃত অপরাধীরা আড়ালে চলে যায় এবং এতে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।’ এছাড়া অভ্যুত্থান-পরবর্তী লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র উদ্ধার, জামিনপ্রাপ্ত ও পলাতক আসামিদের বিষয়েও প্রশ্ন তুলে তিনি নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।
একজন সম্ভাব্য প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা শুধু ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়—এটি নির্বাচনী পরিবেশ, রাষ্ট্রের আইনশৃঙ্খলা সক্ষমতা এবং রাজনৈতিক সহনশীলতার ওপর সরাসরি আঘাত বলে মনে করছেন বিশ্লেষকেরা।
শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতির পাশাপাশি এখন সবার দৃষ্টি—এই হামলার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক বিচারের দিকে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে