রাজধানীতে বাসে গুলি ও আগুন : আইনশৃঙ্খলা পরিস্থিতির কী বার্তা দেয়!
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ, কখন কোন দিক থেকে কী হয়ে যায়, কেউ বলতে পারে না। ঘর থেকে মানুষকে বেরোতে হয় হাতের মুঠোয় জীবন নিয়ে। যাত্রীরা সকালবেলা বাসে উঠেছেন, জরুরি কাজে কোথাও যাচ্ছেন, হঠাৎ অতর্কিতে তাদের ওপর হামলা, বাসের গায়ে গুলি করা, আগুন ধরিয়ে দেয়া- সব মিলিয়ে এ যেন এক দুর্বৃত্তেরই রাজত্ব।
গতকাল রোববার (৫ অক্টোবর) সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গুলি ছুড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে শুক্রবার সকাল ৭টার দিকে। বাসের চালক গণমাধ্যমকে জানান, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি হাতের ইশারায় বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয় তারা। যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান।
এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেছার নামে এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে। এ ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি বাস কর্তৃপক্ষের। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের পর জানায়, কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এটি ঘটতে পারে।
যে কারণেই ঘটনাটি ঘটুকু, এটা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। রাজধানীর ব্যস্ত সড়কে দুর্বৃত্তদের গুলি ছুড়ে বাসে আগুন দেয়ার সাম্প্রতিক ঘটনাটি শুধু একটি অপরাধ নয়, এটি নাগরিক নিরাপত্তা ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। এ ঘটনা এমন একটি সময়ে ঘটল, যখন সাধারণ মানুষ জীবিকার তাগিদে প্রতিদিন শহরের রাস্তায় নামেন। এ ধরনের সহিংসতা নগরজীবনে এক নতুন আতঙ্কের জন্ম দিচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ঘটনাটির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে অভিযান চলছে। কিন্তু শুধু অপরাধীদের ধরলেই হবে না; আমাদের জানতে হবে, কেন এই সহিংস প্রবণতা সমাজে বারবার মাথা তোলে। রাজনৈতিক প্রতিহিংসা, সামাজিক অসহিষ্ণুতা, কিংবা অর্থনৈতিক হতাশা- যাই হোক না কেন, এর মূল কারণগুলো চিহ্নিত করে রাষ্ট্রকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে গতকালই সংবাদমাধ্যমে আরও এক ভয়াবহ খবর জানা যায়, চাঁদাবাজি থামাতে গিয়ে পুলিশও মার খেয়েছে দুর্বৃত্তদের হাতে।
রাজধানী ঢাকাসহ সারা দেশে এখন ভয়েরই রাজত্ব। সমাজে আর নিরাপত্তা, ন্যায়বিচার, জবাবদিহি বলে কিছু নেই। জনগণও সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলছে। জনগণের ভয় দূর করার দায়িত্ব সরকারকেই নিতে হবে। সরকারকে অবশ্যই দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে। প্রকাশ্য দিবালোকে এক দল বাস থামিয়ে গুলি ছুড়বে, এটা কোনোভাবেই একটি সভ্য রাষ্ট্রের পরিচয় নয়। অবিলম্বে সরকারকে দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে