গ্রক চ্যাটবটের ছবি তৈরিতে বিধিনিষেধ
ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রক (Grok) যৌন আবেদনময় ডিপফেক ছবি তৈরি ও সম্পাদনাকে ঘিরে বৈশ্বিক সমালোচনার মুখে পড়েছে। ফলে ছবি তৈরি ও সম্পাদনার সুবিধা কেবল অর্থপ্রদানকারী বা পেইড গ্রাহকদের জন্য সীমিত করেছে প্রতিষ্ঠানটি।
এসব ডিপফেকের মধ্যে নারীদের যৌনভাবে আপত্তিকর ভঙ্গিতে উপস্থাপন এবং কিছু ক্ষেত্রে শিশুদের মতো দেখতে ছবিও থাকার অভিযোগ রয়েছে।
মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (X)-এ বিনামূল্যে গ্রক ব্যবহারকারীদের ক্ষেত্রে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
শুক্রবার থেকে বিনামূল্যের ব্যবহারকারীরা ছবি তৈরি বা সম্পাদনার চেষ্টা করলে একটি বার্তা পাচ্ছেন- “ছবি তৈরি ও সম্পাদনা বর্তমানে কেবল অর্থপ্রদানকারী গ্রাহকদের জন্য সীমিত। এই সুবিধা আনলক করতে সাবস্ক্রাইব করুন।”
নীল চেকমার্কধারী প্রিমিয়াম গ্রাহকরা, যারা মাসে ৮ ডলার পরিশোধ করেন, তারা এখনো এই সুবিধা ব্যবহার করতে পারছেন। প্রাথমিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, স্পষ্ট যৌন ডিপফেক তৈরির হার কিছুটা কমেছে।
তবে ইউরোপের কর্তৃপক্ষ এই পদক্ষেপকে অপর্যাপ্ত বলে সমালোচনা করেছে। ইউরোপীয় কমিশনের থমাস রেনিয়র বলেন, “অর্থপ্রদানকারী হোক বা না হোক—আমরা এ ধরনের ছবি দেখতে চাই না।”
যুক্তরাজ্য সরকারও পরিবর্তনটির নিন্দা করেছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয় একে “নারীবিদ্বেষ ও যৌন সহিংসতার শিকারদের জন্য অপমানজনক” বলে উল্লেখ করে সম্ভাব্য পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
ফ্রান্স, মালয়েশিয়া, ভারত ও ব্রাজিলও প্ল্যাটফর্মটি নিয়ে নজরদারি করছে।
২০২৩ সালে চালু হওয়া গ্রক গত গ্রীষ্মে ‘গ্রক ইমাজিন’ নামে ছবি তৈরির ফিচার যুক্ত করে, যার মধ্যে প্রাপ্তবয়স্ক কনটেন্ট তৈরিতে সক্ষম ‘স্পাইসি মোড’ও ছিল।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, গ্রককে অন্যান্য চ্যাটবটের তুলনায় আরও ‘এজিয়ার’ হিসেবে উপস্থাপন করা এবং তৈরি হওয়া ছবিগুলোর প্রকাশ্য দৃশ্যমানতা সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে—কারণ এতে দ্রুত ছড়িয়ে পড়া সহজ হয়।
ইউরোপীয় কমিশন ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় চলমান তদন্তের অংশ হিসেবে ২০২৬ সালের শেষ পর্যন্ত গ্রক-সংক্রান্ত সব অভ্যন্তরীণ নথি ও তথ্য সংরক্ষণ করতে এক্সকে নির্দেশ দিয়েছে।
বিধিনিষেধ সত্ত্বেও অর্থপ্রদানকারী গ্রাহকদের জন্য টুলটি এখনো উন্মুক্ত রয়েছে। তবে বৈশ্বিক প্রতিক্রিয়া এআই-তৈরি যৌন কনটেন্ট এবং নিয়ন্ত্রক তদারকি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ আরও বাড়িয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে