শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল, যাত্রায় দেরি
যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউনের প্রভাব দেখা দিয়েছে অভ্যন্তরীণ বিমান চলাচলে। গত শুক্রবার পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল বা দেরিতে ছেড়ে গেছে। বিশেষ করে ওয়াশিংটনের রেগান বিমানবন্দরে গড়ে ফ্লাইটগুলো চার ঘণ্টা পর্যন্ত দেরিতে চলেছে।
সরকারি কর্মী সংকটের কারণে দেশটির ৪০টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন ডিসির মতো বড় শহরও রয়েছে। এসময় বড় বিমান সংস্থা যেমন আমেরিকান, সাউথওয়েস্ট ও ডেলটা যাত্রীদের জন্য বিনামূল্যে ফ্লাইট পরিবর্তন ও অর্থ ফেরতের সুযোগ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী সিন ডেফি জানিয়েছেন, বর্তমানে মাত্র ৪ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে, তবে পরিস্থিতি চলতে থাকলে আগামী সপ্তাহে এটি ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ৩৮ দিন ধরে চলা শাটডাউনের কারণে ১৩ হাজার বিমান চলাচল নিয়ন্ত্রক এবং ৫০ হাজার নিরাপত্তা তল্লাশি কর্মকর্তা বেতন ছাড়াই কাজ করছেন, ফলে অনেকেই কর্মস্থলে অনুপস্থিত থাকছেন।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটওয়্যারের তথ্য অনুযায়ী, পূর্বাঞ্চলীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত ৫ হাজার ৩০০টির বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছে। রেগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে ১৭ শতাংশ ফ্লাইট বাতিল এবং প্রায় ৪০ শতাংশ ফ্লাইট দেরিতে ছেড়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে