Views Bangladesh Logo

জুলাই-আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা সরকারের

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই ও আগস্টে গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য নগদ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ ঘোষণা দেন।

পিস্তলের জন্য ৫০,০০০ টাকা, চায়না রাইফেলের জন্য ১,০০,০০০ টাকা, এসএমজির জন্য ১,৫০,০০০ টাকা, এলএনজির জন্য ৫,০০,০০০ টাকা এবং প্রতিটি উদ্ধারকৃত বুলেটের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশে নিয়োগ বাণিজ্যে দুর্নীতির তথ্য দিতে পারলেও পুরস্কার দেয়া হবে। নিয়োগ বাণিজ্য বন্ধে সব পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি আরও জানান, গাজীপুর পুলিশ কমিশনারকে শোকজের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাচনের আগে ছিনতাই ও চাঁদাবাজি কমে আসবে।

উপদেষ্টা আশা প্রকাশ করেন, নির্বাচনের সময় সব রাজনৈতিক দল অংশ নেবে এবং বেশিরভাগ লুট হওয়া অস্ত্র উদ্ধারের কাজ সম্পন্ন হবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ